সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচন: শতভাগ প্রস্তুতি নিয়ে কঠোর কর্তৃপক্ষ

মাহমুদ ইমন, চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ২০:০৯

আপডেট: ১২ অক্টোবর, ২০২৫ ২০:০৯

শেয়ার

চাকসু নির্বাচন: শতভাগ প্রস্তুতি নিয়ে কঠোর কর্তৃপক্ষ
ছবি: বাংলা এডিশন

দীর্ঘ ৩৫ বছর পরে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ইতিমধ্যে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ (১২ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এসব তথ্য জানান চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে, গেল সেপ্টেম্বর থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা, মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ করা প্রার্থীদের ডোপ টেস্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে কমিশন। শিক্ষার্থী ও প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ভোটের বাক্স, ব্যালট পেপার ও দক্ষ লোকবলসহ সবকিছু প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভবনে ৬০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। প্রতি কক্ষে গড়ে ৪০০-৫০০ জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। সময়ের হিসেব বিবেচনায় একজন ভোটার পর্যাপ্ত সময় পাবেন ভোট দেওয়ার জন্য।

প্রতিটি ফ্যাকাল্টির ডিন হবে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন বিভাগের সভাপতি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন মেজিস্ট্রেট থাকবেন। ভোট অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি কেন্দ্রে একজন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিত এ প্রতি কেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের সরাসরি ভোট কার্যক্রম সম্প্রচার করা হবে। ইতিমধ্যে ছবি যুক্ত ভোটার তালিকা প্রনয়ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা চালু রাখতে ইউপিএস ও জেনারেটর চালু রাখা হবে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশে চাকসু নির্বাচন আয়োজন করা যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে শতভাগ আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে ভোট গ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার ড. আনোয়ার হোসেন।

এসময় চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনির উদ্দিন। এসময় তিনি বলেন, চাকসু নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ১৪ অক্টোবর থেকে সকল নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আমাদের আশা।



banner close
banner close