সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

গবিসাসের সাথে গকসুর নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা

গবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

গবিসাসের সাথে গকসুর নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা
ছবি: বাংলা এডিশন

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সাথে গণ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্র সংসদের (গকসু) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় গবিসাস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে গবিসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল গণি উসমানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত গকসুর সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ সহ গবিসাসের নেতৃবৃন্দরা।

এসময় উভয় সংগঠনের আলোচনায় পরিবহন সংকট, আবাসন সমস্যা, গবেষণা বৃদ্ধি, মুক্তমঞ্চ, প্রচারণা, মাতৃত্বকালীন ছুটি, সাংস্কৃতিক উন্নয়ন, ক্যান্টিন সংস্কার, সাংগঠনিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তারা।

মতবিনিময় সভায় গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন,"আমি শপথ গ্রহণ অনুষ্ঠানেও বলেছি প্রতিশ্রুতি নয় কাজে করর দেখাতে হবে। সেই প্রয়াসেই আমরা এগিয়ে যাব। সকল সংকট মোকাবিলা করে সকল সংগঠনকে সাথে নিয়ে আমরা প্রচেষ্টা চালাবো। আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের প্রচারণায় সবার সার্বিক সহযোগীতা থাকবে।"

গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন,"গবিসাস বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। নবনির্বাচিত গকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে সরাসরি মিলিত হয়ে তাদের সমস্যা সমাধান করবে এই আশা ব্যক্ত করি।"

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গবিসাস ও গকসুর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং যৌথ উদ্যোগে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা।



banner close
banner close