সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জবিতে সেপ্টেম্বরের সেরা লেখক বাংলা এডিশনের ফাহিম

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৭:৪১

শেয়ার

জবিতে সেপ্টেম্বরের সেরা লেখক বাংলা এডিশনের ফাহিম
বাংলা এডিশনের জবি প্রতিনিধি

জগন্নাথ ইউনিভার্সিটি (জবি) ফিচার কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স সংগঠনের সেপ্টেম্বর মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলা এডিশনের জবি প্রতিনিধি ফাহিম হাসনাত। একই সঙ্গে ২য় ৩য় স্থান অর্জন করেছেন মালিহা মেহনাজ ঐশী এবং হুমায়ূন আহমেদ নাইম।

শুক্রবার (১০ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবিষয়ে ফাহিম হাসনাত বলেন, 'লেখালেখি আমার ভালো লাগা ভালোবাসার এক বিশেষ জায়গা। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীলভাবে লেখার উৎসাহ দেবে। ভবিষ্যতে আরও ভালো ভালো লেখা পাঠকদের উপহার দিতে চাই।'

দ্বিতীয় স্থান অর্জনকারী মালিহা মেহনাজ ঐশী বলেন, 'নিজের লেখাকে এত মানুষের সামনে তুলে ধরতে পারা এবং স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এটি আমাকে লেখার প্রতি আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।'

তৃতীয় স্থান অর্জনকারী হুমায়ূন আহমেদ নাইম বলেন, 'এই স্বীকৃতি আমার জন্য গর্বের, একই সঙ্গে কৃতজ্ঞতার। লেখালেখির প্রতিটি শব্দই আমি শিখছি, অনুভব করছি। সংগঠনের এমন স্বীকৃতি লেখকদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সামনে আরও মননশীল পাঠকনির্ভর লেখা উপহার দিতে চাই।'

প্রসঙ্গত, জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা লেখক স্বীকৃতি কার্যক্রম পরিচালনা করে আসছে।



banner close
banner close