সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচন: অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ২০:৪৮

শেয়ার

চাকসু নির্বাচন: অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করা হয়।

প্যানেলের জিএস প্রার্থী মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব লিখিত ইশতেহার পাঠ করেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম এবং এজিএস পদপ্রার্থী শহীদুল ইসলাম শাহেদ।

বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশে তৈরির লক্ষ্যে ১৬ দফা ইশতেহার ঘোষণা করা হয়।

এগুলো হলো ১. চাকসু নির্বাচনকে নিয়মিত করতে এটিকে কার্যকর একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। জুলাই আন্দোলনে চবির মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনসহ প্রতিটি নির্মম হত্যাকাণ্ড ও অপরাধের বিচার আদায়সহ ফ্যাসিবাদবিরোধী জুলাই-চেতনা সর্বদা সমুন্নত রাখা।

২. কোনো শিক্ষার্থীকে পাহাড়-সমতল, দল-মত, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত না করে বরং শিক্ষার্থী পরিচয়ে বিবেচনাপূর্বক বৈষম্যমূলক নীতি ও আচরণ পরিহার করে সবার সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করা।

৩. ক্যাম্পাসে দলীয় আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, সংঘাতমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক নিষিদ্ধকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সকল প্রকার যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থী ও প্রশাসনসহ সকল পক্ষের সমন্বয়ে ইনসাফপূর্ণ সমাধান নিশ্চিত করা, এবং শিক্ষাবান্ধব অহিংস ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক দৃষ্টি না রেখে প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে, তা নিশ্চিত করা।

4. মানসম্মত শিক্ষা ও ইনসাফপূর্ণ ফলাফল নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়ন, কোর্স কারিকুলাম নিয়মিত পর্যালোচনা, কার্যকর উপায়ে সহজে ফলাফল চ্যালেঞ্জের ব্যবস্থাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। বৈশ্বিক র‍্যাঙ্কিং-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীতকরণে নিয়মিত গবেষণা মেলা, বিশ্ববিদ্যালয়ের সকল জার্নাল প্রকাশে চৌর্যবৃত্তি যাচাইকরণ, ডিওআই (DOI) চালু উচ্চশিক্ষাবৃত্তির মাধ্যমে দেশি-বিদেশি জার্নালে আর্টিকেল প্রকাশ ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের ব্যবস্থাসহ প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা। কেন্দ্রীয় লাইব্রেরি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনয়ন, ছুটির দিনেও খোলা রাখা, ডিজিটাল সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে সকল বই ও রিসার্চ ওয়ার্ক সংরক্ষণ করে তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং প্রতিটি হলে মানসম্মত রিডিং রুম ও লাইব্রেরি নিশ্চিতপূর্বক শিক্ষার্থীদেরকে লাইব্রেরীমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

৫. শাটলের শিডিউল বৃদ্ধি ও ডেমো ট্রেন পুনঃচালুকরণ, পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা, ওয়াইফাই চালু, শাটলযোগে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, চবি রেলওয়ে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন, শহর ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত শিক্ষার্থী বাস চালু, ক্যাম্পাসের ভেতর চক্রাকার বাস বৃদ্ধি, এবং রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস নিশ্চিত করতে কাজ করা। বিআরটিসি ও রেলওয়েতে অর্ধেক ভাড়ায় যাতায়াত ও সকল ট্যুর স্পটে অর্ধেক ছাড়ে প্রবেশের ব্যবস্থা করা।

৬. বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ এবং এর পূর্ব পর্যন্ত আবাসন ভাতা প্রদান করতে প্রশাসনকে বাধ্য করা। এলাকাবাসীর সাথে প্রতিবেশীসুলভ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করা। বিদ্যমান প্রতিটি হলে ফ্রিজ ও লন্ড্রি সার্ভিস চালু, সবগুলো রুমে উন্নত লাইট, ফ্যান, সুইচ নিশ্চিত করার পাশাপাশি প্রাপ্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। জিরো পয়েন্টে পর্যাপ্ত স্যানিটাইজেশন স্থাপনে কাজ করা।

৭. খাবারের মানে রেটিং সিস্টেম চালু, প্রতি মাসে অন্তত একবার মান ও দাম যাচাইকরণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ক্যাম্পাস এলাকায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং প্লাস্টিক ও মাদকমুক্ত সবুজ, পরিষ্কার, সর্বত্র সুপেয় পানিসমৃদ্ধ প্রাণীবান্ধব ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস বিনির্মাণ করা। ক্যাম্পাসে ২৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ সচল রাখতে পাওয়ার স্টেশন স্থাপনসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

৮. নারীদের জন্য সার্বিক নিরাপত্তা, প্রতি বিভাগে পৃথক কমন রুম ও প্রার্থনা কক্ষ, যৌন হয়রানি ও সাইবার বুলিংর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি গ্রহণপূর্বক তা প্রতিরোধে শক্তিশালী ও কার্যকর অভিযোগ সেল এবং প্রয়োজনীয় আইনি সহায়তা, মাতৃত্বকালীন ছুটি, গর্ভধারিণী শিক্ষার্থীদের জন্য আবেদনের প্রেক্ষিতে নিচতলায় পরীক্ষা গ্রহণ, নারী হলগুলোতে সমৃদ্ধ ইনডোর গেমস, গার্ডিয়ান লাউঞ্জ, আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান কেন্দ্র, ইত্যাদির উদ্যোগ নেয়া।

৯. সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র বিনা ফিতে সংশোধন, ভর্তি ও টাকা জমাসহ সকল প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, লাল ফিতার দৌরাত্ম্য নিশ্চিহ্নকরণ, অভিযোগ গ্রহণ ও প্রতিকার এবং প্রশাসনিক বিভিন্ন কাগজপত্র উত্তোলনসহ সকল আবেদনের হালনাগাদ তথ্য অনলাইন ড্যাশবোর্ডে প্রকাশের ব্যবস্থা করা। কার্যকর অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের মাধ্যমে সেশনজট নিরসনসহ যাবতীয় কার্যক্রম একটি ধারাবাহিক নিয়মের আওতায় নিয়ে আসা।

১০. চাকসু ভবনে কম্পিউটার ল্যাব স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একে আধুনিকায়ন করা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সর্বদা প্রাণবন্ত রাখা। কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অতি দ্রুত টিএসসি স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

১১. ক্যাম্পাস এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বুথ ও নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই জোন স্থাপন, ২৪ ঘণ্টা সচল হটলাইনসহ প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

১২. মেধাভিত্তিক বৃত্তির সংখ্যা ও অর্থ বৃদ্ধি, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। বিদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামসহ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপ, জব ফেয়ার, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ সামিট ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অলিম্পিয়াড, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করা। ডিজিটাল ক্লাসরুম ও ল্যাব বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে চাকসু ভবনে স্থায়ী স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করা।

১৩. অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি ও দ্রুতকরণ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা সার্বিক সেবা ও গুরুত্বপূর্ণ সকল ঔষধ বিনামূল্যে সরবরাহ নিশ্চিতকরণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং দেশের অন্যান্য হাসপাতালগুলোতে শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকারভিত্তিতে ন্যূনতম ৫০% ছাড়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করা। মূল কথা, নাপা সেন্টার তকমা থেকে রেহাই পেতে কার্যকর অর্থেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে সুসংগঠিত ও সুব্যবস্থাসম্পন্ন করে গড়ে তোলা।

১৪. কেন্দ্রীয় খেলার মাঠের পাশাপাশি সবগুলো হলের মাঠ সংস্কারপূর্বক নিয়মিত খেলাধুলা আয়োজন, জাতীয় দিবসসমূহসহ সকল জাতি-গোষ্ঠীর বিভিন্ন দিবসসমূহে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সকল ঐতিহ্য ধরে রাখা। সকল ক্ষেত্রে দক্ষ শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ প্রদান করতে উদ্যোগ নেয়া। ১৫. হতাশা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূরীকরণে অভিজ্ঞ সাইকোলজিস্টের মাধ্যমে নিয়মিত কাউন্সিলিং এর ব্যবস্থা করা।

১৬. ‘অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে নির্বাচিত করলে মাসিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট প্রত্যেক প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

গত ২১ সেপ্টম্বর দুপুর ১ টায় চবির বুদ্ধিজীবী চত্বরে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের সম্পাদকীয় পদে নির্বাচনে অংশ নিবেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন হৃদয়, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকঃ মুহাম্মদ ফয়সাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ এহছানুল হক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে এস এম আলী হোসাইন জিসান, সহ-দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইব্রাহীম রুবেল, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে মুরিদুল হাসান মুরাদ, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দা সুরাইয়া হোসাইন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুন নাঈম খুকি, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মিফতাহুল জান্নাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ তারেক হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জহির উদ্দীন, ক্যারিয়ার ডেভেলাপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলহাসনাঈন সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসমাইল ফাহিম, সহ- যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ আল-মামুন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ ইমাম হোসাইন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মোহাইমিনুল কবির। চাকসুতে নির্বাহী সদস্য পদে দৌলতুল ইসলাম সাকলাইন, তাউছিফুর রহমান, হানিফ ইসলাম, মুহাম্মদ সাইদুল ইসলাম এবং মুহাম্মদ সাব্বির রহমান নির্বাচনে অংশ নিবেন।



banner close
banner close