সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), চবি চ্যাপ্টারের আত্মপ্রকাশ

মাহমুদ ইমন, চবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৯:৩৮

শেয়ার

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), চবি চ্যাপ্টারের আত্মপ্রকাশ
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২৪' এর জুলাই গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন 'ইউনিভার্সিটি টিচার্স লিংক' (ইউটিএল), চবি চ্যাপ্টার। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে অধ্যাপক ইব্রাহিম হোসেনকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এই সংগঠন আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে সংগঠনটির ২১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন এই কমিটি ঘোষণা করেন। সংগঠনটির চবি চ্যাপ্টারের ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকন উদ্দিন এবং প্রাণীবিজ্ঞান বিভাগের লেকচারার ড. মোমিন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য সচিব ড. বিলাল হোসাইন বলেন, “জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই হবে এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদ্য মনোনীত চবি শাখার সদস্য সচিব অধ্যাপক ইব্রাহিম হোসেন। এসময় তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক সংগঠনের যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাকাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। সংগঠনের অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, এই সংগঠনের মিশন হবে শিক্ষকদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষক সংগঠন গড়ে তোলা। এছাড়া শিক্ষকদের একাডেমিক, পেশাগত স্বার্থরক্ষা ও উন্নয়ন; শিক্ষা ও জাতীয় নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা; একাডেমিয়াকে মুক্ত, নৈতিক ও গঠনমূলক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা; সর্বোপরি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা রাখা হবে এই সংগঠনের মিশন।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। এসময় তিনি বলেন, “অল্প কিছুদিনের মধ্যে আমরা সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। কোনো শিক্ষক অন্য সংগঠনে অন্তর্ভুক্ত থাকলেও আমাদের সাথে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আমাদের মূলনীতি গুলোকে ধারণ করতে হবে।



banner close
banner close