জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই দশক পূর্তির উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর। যদিও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২০ অক্টোবর। এ বছর ওই দিন শ্যামাপূজা ও সরকারি ছুটি থাকায় উৎসবের আয়োজন দুই দিন পিছিয়ে নেয়া হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘এবারের বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হবে। যেহেতু ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি, তাই ওই দিন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উপাচার্য আরও জানান, 'গত ৭ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।'
প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ অক্টোবর আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চলতি বছর প্রতিষ্ঠানটি তার দুই দশক পূর্ণ করছে।
আরও পড়ুন:








