সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২১:১১

শেয়ার

ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে নেওয়ার ২০২৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

তার স্বামী তাজ জানান, 'দীর্ঘদিন ধরেই সানজিদার রক্তে ইনফেকশন ছিল। গত কয়েকদিন ধরে জ্বর ওঠানামা করছিল। গত দুদিনে আমরা ৩৪টা হাসপাতাল ঘুরেছি। ঢামেকে আইসিইউতে নেওয়ার পরই রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এর কিছুক্ষণের মধ্যেই সানজিদা চলে যায়।'

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সানজিদার শেষ ইচ্ছা অনুযায়ী মেহেরপুরে স্বামীর বাড়িতে তার দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক শোকবার্তায় বলা হয়, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।'



banner close
banner close