জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
বুধবার তিনি জানান, 'শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।'
অধ্যাপক তাজাম্মুল হক বলেন, 'প্রত্যেক বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত নমুনা কপি পাঠানো হবে। সেখানে বিস্তারিত তথ্যের বিবরণ দেয়া থাকবে। নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।'
আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও জানান, সব বিষয় উল্লেখ করে প্রতিটি বিভাগে চিঠি দিয়ে জানানো হবে।'
আরও পড়ুন:








