সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচন: পাঁচটি অনুষদ ভবনের ৬৫টি কক্ষে ভোটগ্রহন

চবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ২০:১৮

আপডেট: ৭ অক্টোবর, ২০২৫ ২০:২৩

শেয়ার

চাকসু নির্বাচন: পাঁচটি অনুষদ ভবনের ৬৫টি কক্ষে ভোটগ্রহন
ফাইল ছবি

চাকসু, হল, হোস্টেল সংসদ নির্বাচনের ভোট হবে পাঁচটি অনুষদ ভবনের ৬৫টি কক্ষে। একজন ভোটার ভোট কক্ষে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক সাক্ষাৎকার বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘সমাজ বিজ্ঞান অনুষদ, পুরোনো কলা অনুষদ, নতুন কলা অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ ও বিজ্ঞান অনুষদএই পাঁচটি অনুষদ ভবনকে আমরা কেন্দ্র হিসেবে নির্বাচন করেছি। এ পাঁচটিতে ১৪টি প্রিসাইডিং কক্ষ ও ৭টি সাব-প্রিসাইডিং কক্ষসহ মোট ৮৬টি কক্ষ নির্বাচনের জন্য থাকবে। প্রতি কক্ষে পাঁচটি ব্যালট বাক্স থাকবে। চারটি ব্যালট বাক্স চাকসু নির্বাচনের ও একটি হল সংসদের। একটি কক্ষে ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, পুরোনো কলা অনুষদে সোহরাওয়ার্দী হল, নতুন কলা অনুষদে শাহজালাল, এ এফ রহমান ও আলাওল হল, বিজ্ঞান অনুষদে শাহ আমানত, শহীদ আবদুর রব ও মাস্টারদা সূর্য সেন হল, সমাজবিজ্ঞান অনুষদে নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অতীশ দীপঙ্কর হল, আর ব্যবসা প্রশাসন অনুষদে প্রীতিলতা, বিজয় ২৪, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভোটাররা ভোট দিবেন।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।



banner close
banner close