সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে জবিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে জবিতে দোয়া মাহফিল
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৬ অক্টোবর) আসরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে জবি ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি যে দেশপ্রেম ও সাহসিকতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তার আদর্শ ও চেতনাকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের ১০১ নম্বর কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় শিক্ষার্থী আবরার ফাহাদকে। ফ্যাস্টিট হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত কয়েকটি চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার কয়েকজন সন্ত্রাসী তাকে পিটিয়ে হত্যা করে।



banner close
banner close