৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান করে কঠোর কর্মসূচির ঘোষণা — বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
অদ্য ৫ অক্টোবর, রবিবার দুপুর ১২টায় আইডিইবি সেমিনার হলে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে গঠন করা হয় পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হানিফ।
সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন প্রকৌশলী মোঃ মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান প্রকৌশলী মোঃ আবুল বাশার। সহ-সভাপতি মুরছালিন হক, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত অধিকারী ও মুসাব্বিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশারফ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এবং অর্থ সম্পাদক সাইফুল ইসলামসহ নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার শিক্ষক সমাজের সঙ্গে উপহাস করে বাড়িভাড়া বাবদ মাত্র ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে, যা প্রহসনের শামিল। এই প্রজ্ঞাপনকে শিক্ষক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা বলেন, অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, অন্যথায় ক্লাস বর্জনসহ কঠিন কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন শিক্ষকরা।
বক্তারা আরও জানান, ২০০০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষকদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষাব্যবস্থার বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে নতুন নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্মেলন শেষে পুরাতন কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন:








