নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দ্বারা পবিত্র আল-কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী অনিক তরফদার বলেন, “আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।”
গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদূল দেওয়ান বলেন, “আল-কুরআন অবমাননার ঘটনায় আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। এটি শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, দেশের সম্প্রীতি নষ্টের এক অপচেষ্টা। মানসিক অসুস্থতার অজুহাতে কেউ যেন দায় এড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
গকসুর কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন,“দেশে অতীতেও কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হয়নি। এবার যেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়—আমরা সেই দাবি জানাই।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ভবিষ্যতে কেউ যেন ধর্ম অবমাননার মতো ঘৃণ্য কাজে জড়ানোর সাহস না পায়, সে লক্ষ্যে বাংলাদেশের বিদ্যমান আইন আরও কঠোর করা প্রয়োজন।
আরও পড়ুন:








