সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ইউজিসি বোর্ডে খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৫

আপডেট: ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৬

শেয়ার

ইউজিসি বোর্ডে খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ছবি: বাংলা এডিশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

গত মঙ্গলবার ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০)-এর (৪)(১)(সি) ও (৪)(৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২০২৫ সালের ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন কার্যকর হবে।

একই পত্রে ইউজিসি কমিশন কর্তৃপক্ষ উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে কমিশনের কার্যক্রমে তাঁর মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা কামনা করেছে।

অন্যদিকে উপাচার্য বলেন, “ইউজিসি কর্তৃপক্ষ আমাকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্ব প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।



banner close
banner close