সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

অক্টোবরের মাঝামাঝি এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪

শেয়ার

অক্টোবরের মাঝামাঝি এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়ন কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। তবে তিনবার পরীক্ষা পেছানোর কারণে খাতা মূল্যায়নে দেরি হলেও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে। আপাতত আমরা খাতা মূল্যায়নের কাজ সঠিকভাবে শেষ করায় বেশি গুরুত্ব দিচ্ছি।’

মূলত, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যাবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন।



banner close
banner close