সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারিতে চবির তিন কর্মকর্তাকে শাস্তি

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১০

শেয়ার

দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারিতে চবির তিন কর্মকর্তাকে শাস্তি
ফাইল ছবি

আর্থিক কেলেঙ্কারি, ঘুষ লেনদেন, অনৈতিক ক্ষমতা প্রয়োগসহ অনিয়ম-দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কতৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আর্থিক কেলেঙ্কারি ও ঘুষ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ ক্ষনিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শিরীণ আখতারের পিএস ছিলেন। একই অভিযোগে জীব বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এছাড়াও প্রযোজ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল আসাদের পদাবনতি হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষা না করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে সেকশন অফিসার পদে ডিমোশন দেওয়া হয়েছে। তিনি পূর্বে কাউন্সিল মেম্বার ছিলেন বলে জানা গেছে।

জানতে চাইলে চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “গতকাল সিন্ডিকেটে প্রাথমিক তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যোগ্যতা না থাকার পরেও পদোন্নতি নেওয়ায় একজনকে ডিমোশন করে সেকশন অফিসার পদে দেয়া হয়েছে।



banner close
banner close