সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসুতে এক ডিপার্টমেন্ট থেকেই লড়বেন তিন জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৪

শেয়ার

চাকসুতে এক ডিপার্টমেন্ট থেকেই লড়বেন তিন জিএস প্রার্থী
ছবি: সংগৃহীত

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জিএস পদে কেবল ইতিহাস ডিপার্টমেন্ট থেকেই লড়বেন তিনজন প্রার্থী। বিষয়টি ইতিমধ্যেই চবি ক্যাম্পাসে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ঐ তিন জিএস পদপ্রার্থী হলেন বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রশিদুল হক দিনার, একই শিক্ষাবর্ষে অধ্যায়নরত সাঈদ বিন হাবিব এবং ইতিহাস বিভাগের ৬০ তম (২০২৪-২৫) ব্যাচে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী জিহাদ আরাফাত।

তিন প্রার্থীর প্রত্যেকেই নিজ নিজ প্যানেল থেকে নির্বাচন করছেন। ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সাঈদ বিন হাবিব, বাগছাস কেন্দ্রিয় কমিটি থেকে বেরিয়ে "স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে রশিদুল হক দিনার এবং প্রথমে ব্যক্তি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও পরে "সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ " নামে একটি স্বতন্ত্র প্যানেলে যুক্ত হন জিহাদ আরাফাতও।

একই ডিপার্টমেন্টে একই পদ থেকে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করায় বেশ দ্বিধাদ্বন্দে পরেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তবে একজন শিবির সমর্থিত এবং একজন বাগছাসের পূর্ব-সংশ্লিষ্ট হওয়ায় রাজনীতিবিমুখ সাধারণ শিক্ষার্থীদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে জিহাদ আরাফাতের দিকে ঝুঁকে পরার সম্ভাবনা রয়েছে বলেও গুঞ্জন আছে চবি ক্যাম্পাসে।

উল্লেখ্য, ইতিহাস বিভাগ এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়িয়েও বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এই প্রথমবারের মতো জিএস পদে ১ম বর্ষ থেকেই সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে তৎপর দেখা যাচ্ছে জিহাদকে।

নির্বাচন কমিশনের সর্বশেষ সংশোধিত তফিশিল অনুযায়ী আগামী মাসের ১৫ তারিখে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



banner close
banner close