সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

গবি ছাত্র সংসদ নির্বাচন: ভিপি পদে আলোচনায় এক ভোট পাওয়া প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:২৯

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৩

শেয়ার

গবি ছাত্র সংসদ নির্বাচন: ভিপি পদে আলোচনায় এক ভোট পাওয়া প্রার্থী
ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়ে আলোচনায় এসেছেন মো. নির্জন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিও।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নির্জন মাত্র একটি ভোট পান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ৪,৭৬১ জন ভোটার এবং ১১টি পদে ৫৭ জন প্রার্থী অংশ নেন।

গত ১১ জুন ঘোষিত আংশিক কমিটির মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হন নির্জন। গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে মনোনয়ন জমা দিলেও নির্বাচনের আগের দিন ২৪ সেপ্টেম্বর রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেনব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রার্থীতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

ফেসবুক পোস্টে নির্জন দাবি করেন, তিনি নির্বাচন কমিশনকে লিখিতভাবে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে ভুলবশত ব্যালটে তার নাম ছাপা পড়ে যায়। নিজের শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্তি এড়াতেই তিনি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পাওয়ায় নির্জনের নাম এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার বিষয়। অনেকে মনে করছেন, প্রত্যাহারের আবেদন সত্ত্বেও ব্যালটে নাম থাকা এবং পরে ভোট পাওয়া বিষয়টি নির্বাচনের একটি ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে।



banner close
banner close