সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১০

শেয়ার

ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বৃহস্পতিবার। হিন্দুধর্মাবলম্বীদের পূজার কারণে রবিবার থেকে ৫ দিনের ছুটিতে ক্যাম্পাস। তবে ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা।

শুক্রবার জুম্মার নামাজের পর সরজমিনে প্রার্থীদের কুশল বিনিময়সহ প্রচারণা করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, বিজ্ঞান অনুষদ জামে মসজিদ ও জিরো পয়েন্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আজ ছিল আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন। তবে গত বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পাঠদানসহ দাপ্তরিক কার্যক্রম। এই ছুটিতে ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী পরিবারের কাছে ছুটে গেলেও ক্যাস্পাসে সরব রয়েছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণায় গুরুত্ব দিয়ে ছুটে চলছেন ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গতকাল জুমার নামাজের পর সম্মিলিতভাবে প্রচারণা চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম দুই ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাদ যাননি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরাও।

গতকাল প্রচারণার মাধ্যম হিসেবে প্রার্থীগণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে। প্রার্থীদের নিজেদের মধ্যেও কুশল বিনিময় ও খুনসুটি করতে দেখা গেছে। শুক্রবার নামাজের পরে সরজমিনে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাঈদ বিন হাবিব ও শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন। উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে কেমন সাড়া পাচ্ছে জানতে চাইলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শাফায়েত হোসেন বলেন, “দীর্ঘ ৩৬ বছর চাকসু নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন নিয়ে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর মধ্যে কৌতুহল রয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি।

শিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেলের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান বলেন, “চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। তাই জুলাই আন্দোলনের মতো শিক্ষার্থীদের পাশে কাজ করতে চাকসু নির্বাচনে এসেছি। শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হবো।

নির্বাচনী প্রচারণার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সমর্থিত প্যানেলের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমরা নারী শিক্ষার্থীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, এটির প্রতিফলন শিক্ষার্থীরা আগামী ১৫ অক্টোবর ব্যালেটের মাধ্যমে দিবে।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। নির্বাচন কেন্দ্রীয় এবং হল সংসদে সর্বমোট প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন এবং হল সংসদে অংশ নিচ্ছেন ৪৯৩ জন। নির্বাচনে ভোটদানে অংশ নিবেন ২৭ হাজার ৬৩৪ জন।



banner close
banner close