বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ঢাবিতে শিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৬

শেয়ার

ঢাবিতে শিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহানবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন। তার সিরাত অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহীত।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম সিরাত সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তার জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, একই সাথে তিনি মুসলমান হিসেবে বাস্তব জীবনে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্ব আলোচনা করেন।

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু সালামের সিরাত সম্পর্কে জানা অতীব জরুরী। তার জীবনাচার, কর্ম, শিক্ষানীতি, অর্থ ব্যবস্থা জানা আমাদের জন্য আবশ্যক। তার দেখানো পথে চলার মধ্যে রয়েছে মানবতার জন্য কল্যাণ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সিরাত বা সিরাতুন্নবী (সাঃ) বা নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনীর বিস্তারিত বিবরণ আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু সালামের জীবনী আমাদের জন্য পথনির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করব এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বনবীর অনুসৃত পথে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবে।



banner close
banner close