বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

গকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, এখন ফলাফলের অপেক্ষা

গবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৯

শেয়ার

গকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, এখন ফলাফলের অপেক্ষা
ছবি: বাংলা এডিশন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন-এর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে এই ভোট নেওয়া হয়।

নির্ধারিত সময় বিকেল ৩টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, সে সময় পর্যন্ত যাঁরা কেন্দ্রের লাইনে ছিলেন, কেবল তাঁরাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান।

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সারাদিন ট্রান্সপোর্ট চত্বরে জায়ান্ট এলইডি স্ক্রিনে ভোটগ্রহণ দেখানো হয়েছে। এখন সেখানে ভোটগণনা চলছে, যা সরাসরি দেখছেন প্রার্থী-সমর্থক ও ভোটাররা।

কর্তৃপক্ষের দাবি, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে এবং মোট ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মতে, এবারের গকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ভোটকেন্দ্রগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থা:

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুরো ক্যাম্পাসে ৪০০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন ছিলেন। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছিল সিসি ক্যামেরা। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করে। পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার ফলেই ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ায় এখন শিক্ষার্থীসহ সবাই অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন।



banner close
banner close