বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১১

শেয়ার

চাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে দিয়ে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চাকসু নির্বাচন পরিচালনার ওয়েবসাইটের মাধ্যামে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা ক্যাম্পাসে, হলে হলে ছাত্রছাত্রীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। প্রকাশিত তালিকা অনুযায়ী, চাকসু নির্বাচনে তিন শীর্ষ পদ সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবিষয়ে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল ও অন্য কোনো অসংগতি ধরা পড়লে প্রার্থীদের তালিকা পরিবর্তন হতে পারে। এ সময় ব্যালট নম্বর পরিবর্তন হতে পারে।"



banner close
banner close