সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশের সময় জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৭

শেয়ার

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশের সময় জানাল পিএসসি
ছবি: সংগৃহীত

গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রায় পৌনে চার লাখ প্রার্থীর অংশগ্রহণে সম্পন্ন এই ধাপ ছিল সরকারি চাকরির জন্য সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রার্থীরা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পূর্বঘোষিত রোডম্যাপে জানিয়েছিল, ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। তবে কমিশন জানিয়েছিল, যদি প্রস্তুতি সময়ের আগেই শেষ হয়, তাহলে ফলাফল সময়ের আগে প্রকাশ করা হতে পারে।

এমন পরিস্থিতিতে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ফল প্রকাশ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অনেকে ফেসবুকে পোস্ট দেন, ‘আজ বা আগামীকাল ফল প্রকাশ হবে’বা ‘কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে’। এতে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়।

এই বিষয়টি স্পষ্ট করতে পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, বুধবার কোনো ফল প্রকাশের সম্ভাবনা নেই। তিনি বলেন, “চেয়ারম্যানের মাধ্যমে যেটুকু জেনেছি, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। যদি কাজ শেষ হয়, তাহলে বৃহস্পতিবার বিকেলে ফল প্রকাশ করা হতে পারে। তা না হলে রবিবার ফল প্রকাশ করা হবে।”

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এই বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ রয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় নিয়োগ দেয়া হবে। প্রশাসন, পুলিশ, কাস্টমস, কর, শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ ক্যাডারে নিয়োগের জন্য এই বিসিএসের মাধ্যমে মেধাবীদের বাছাই করা হবে।

পিএসসি পরামর্শ দিয়েছে, প্রার্থীরা বিভ্রান্তিমূলক গুজব বা অপপ্রচারে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে তথ্য যাচাই করবেন।

প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন ধাপ—লিখিত পরীক্ষা। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রস্তুতির গতি আরও বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।

সব মিলিয়ে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল এখন কেবল সময়ের ব্যাপার। কাজ শেষ থাকলে সম্ভবত বৃহস্পতিবার বিকেলে ফল প্রকাশিত হবে, তা না হলে ২৮ সেপ্টেম্বরের মধ্যেই প্রার্থীদের জন্য প্রকাশিত হবে।



banner close
banner close