বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় নকলের সময় ধরা পড়ল প্রার্থী

মাহমুদ ইমন, চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১২

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৪

শেয়ার

কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় নকলের সময় ধরা পড়ল প্রার্থী
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমুদ্রবিজ্ঞান বিভাগে কর্মকর্তা নিয়োগের পরীক্ষায় এক নিয়োগপ্রার্থী নকল করতে গিয়ে পরীক্ষকের নজরে পড়েন। তবে ধরা পড়ার আগেই তিনি পালিয়ে যান।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, নিয়োগপ্রার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দায়িত্বে আছেন। সমুদ্রবিজ্ঞান বিভাগে সেকশন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দিলে তিনি উক্ত পদে আবেদন করেন। এবং সেই অনুযায়ী আজ পরীক্ষায় বসেন।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সমুদ্রবিজ্ঞান বিভাগে কর্মকর্তা নিয়োগের পরীক্ষায় এক নিয়োগপ্রার্থী মোবাইল থেকে দেখে দেখে লিখছিলেন। দায়িত্বরত পরীক্ষকদের নজরে আসলে তারা তাকে ধরতে যাই। তবে তার কাছাকাছি যাওয়ার আগেই সে পালিয়ে যায়। আমরা তার পরীক্ষার পত্র জব্দ করেছি

তার শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চাকরিরত রয়েছে। তাই, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে। নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে অথবা তদন্ত কমিটি দ্বারা তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।



banner close
banner close