কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের জন্য ৫০ কার্যদিবসের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করেছে ‘ইনক্বিলাব মঞ্চ’। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে এ রোডম্যাপ বাস্তবায়নের দাবি জানিয়ে সতর্ক করেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ উত্থাপন করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে একই দাবিতে শিক্ষার্থীদের একাংশ সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রস্তাবিত রোডম্যাপটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্টার দপ্তরে জমা দেওয়া হয়েছে। রোডম্যাপ অনুযায়ী ৭-১০ কার্যদিবসের মধ্যে চিঠি ইস্যু ও অধ্যাদেশ জারি করে প্রক্রিয়া শুরু করতে হবে। ১২তম কার্যদিবসে নির্বাচন বিধিমালা প্রকাশ ও তফশিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিধিমালা চূড়ান্ত করার উদ্যোগ নিতে হবে।
২৩তম কার্যদিবসে ভোটার তালিকা প্রকাশ ও ২৭তম কার্যদিবসে প্রার্থিতা জমা গ্রহণের তারিখ নির্ধারণ করতে হবে। এরপর মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রচারণার সময়সূচি ধার্য করতে হবে।
৪৮তম কার্যদিবসে ভোটগ্রহণ এবং ৫০তম কার্যদিবসে গেজেট ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করতে হবে।
ইনক্বিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হান্নান রাহিম বলেন, "ছাত্রসংসদ প্রতিষ্ঠা ২৪ পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের অন্যতম প্রাণের দাবি। কিন্তু খুব দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার হওয়ার পরেও, ছাত্রসংসদের বিষয়ে তেমন কোন অগ্রগতি নেই। আজকে আমরা আমাদের পক্ষ থেকে খসড়া রোডম্যাপ প্রস্তাব করেছি, পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্টার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। অনতিবিলম্বে কুকসুর রোডম্যাপ সহ কুকসু বাস্তবায়ন করতে হবে।"
লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, "আমরা প্রশাসনকে এই রোড ম্যাপটা আলটিমেটাম হিসেবে প্রস্তাবনা দিচ্ছি। যদি তারা এ নিয়ে কার্যকর পদক্ষেপ না নেয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আমরা চাই লেজুড়বৃত্তি রাজনীতি থেকে বেরিয়ে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করতে। আজকে আমরা ৫০ কার্য দিবসের মধ্যে যেন কুকসু সম্পন্ন হয় সে রোডম্যাপ জমা দিচ্ছি।"
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ কুকসুর দাবি জানাচ্ছি। কিন্তু প্রশাসন এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। তাই আমরা চাই অতিদ্রুত এ রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।”
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “আমরা রোডম্যাপটি হাতে পেয়েছি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
আরও পড়ুন:








