সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বিশ্বজিৎ স্মরণে স্মারক নির্মাণের উদ্যোগ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০০

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০০

শেয়ার

বিশ্বজিৎ স্মরণে স্মারক নির্মাণের উদ্যোগ
ছবি: বাংলা এডিশন

রাজধানীর রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে রিকশাভাড়া নির্ধারণ, বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ, মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ এবং বিশ্বজিৎ চত্বরে একটি স্মারক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এতে জবি শিক্ষক-শিক্ষার্থী, ট্রাফিক লালবাগ জোনের কর্মকর্তা, পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভার মূল সিদ্ধান্তসমূহ:

১. রায়সাহেব বাজারবাহাদুর শাহ পার্ক রুটে বাস ও লেগুনার নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর থাকবে।

২. ফজর ও গভীর রাতে চলাচলকারী বাসগুলোকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

৩. রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত রিকশাভাড়া নির্ধারণে প্রক্টরের নেতৃত্বে উপকমিটি গঠন।

৪. রিকশার পাশাপাশি পরীক্ষামূলকভাবে ই-কার চালানোর উদ্যোগ।

৫. মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপন।

৬. বিশ্বজিৎ চত্বরে একটি স্মারক নির্মাণ।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

পরবর্তীতে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন শাঁখারীবাজার মোড়কে ‘বিশ্বজিৎ চত্বর ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।



banner close
banner close