মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৫

শেয়ার

জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. তারেক বিন আতিকের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়, প্রতিদিনই শিক্ষার্থীরা পরিবহন সংকটের কারণে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে দুপুর ১টার সময়ে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা মাত্র একটি থাকায় প্রচুর শিক্ষার্থী আসন সংকটে পড়েন। এতে অনেককে দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির তুলনায় বিদ্যমান বাসসংখ্যা একেবারেই অপর্যাপ্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত বা বাণিজ্যিক পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

সংগঠনটি তাদের আবেদনে দুটি দাবি তুলে ধরে:

১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস বৃদ্ধি করতে হবে।

২. দুপুর ১টার সময় বিশেষভাবে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বাড়াতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি, দপ্তর সম্পাদক কাজী আহাদ ও তৈমুর মুবিনসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।



banner close
banner close