রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দিল্লি-পন্থার কবর রচনা করাই লক্ষ্য: ফাহিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০০:২৩

শেয়ার

দিল্লি-পন্থার কবর রচনা করাই লক্ষ্য: ফাহিম
ছবি: বাংলা এডিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র সংসদ নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হাসান ফাহিম ঘোষণা করেছেন যে দিল্লি-পন্থি রাজনীতি ও সংস্কৃতির বিরুদ্ধে তাঁর লড়াই চলবে শেষ পর্যন্ত।

ফাহিম বলেন, ‘দিল্লি-পন্থার কবর রচনা করে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের জীবনের সকল কার্যক্রম পরিচালিত হয়। হিন্দুত্ববাদ ও মুজিববাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছি।’

তিনি মনে করেন, শাহবাগী কুশীলবদের পরাজয় এবং ভারত-বিরোধী শক্তির উত্থানের মধ্য দিয়েই রাবির শিক্ষার্থীরা প্রকৃত প্রতিনিধি পাবে। এজন্য সকল ছাত্র সংগঠন ও প্যানেলকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মধ্যে ফাহিমের এই ঘোষণা ইতোমধ্যেই সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, রাবিতে ভারতীয় আধিপত্যবিরোধী শক্তির জয় নিশ্চিত করতে তার প্রার্থিতা হবে ঐতিহাসিক।



banner close
banner close