শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ঢাবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০২

শেয়ার

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ঢাবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)-এর কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হলসংসদ নির্বাচন বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডাকসুতে ২৮ পদের ভেতরে শীর্ষ ৩ পদসহ ২৩টি পদই ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয়ী হয় এবং বাকি পাঁচটি পদে জয়ী হয় স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের ১১ দিন পর ড. এইচ এম মোশারফ হোসেনকে ডাকসুর কোষাধ্যক্ষ মনোনয়ন দিল ঢাবি প্রশাসন।



banner close
banner close