রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাক্কালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম। তিনি আসন্ন রাকসু নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদপ্রার্থী (স্বতন্ত্র) হিসেবে লড়ছেন।
শনিবার এক লিখিত বিবৃতিতে ফাহিম বলেন, ‘পোষ্য কোটাকে পুনর্বহাল করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের চেতনাকে ধারাবাহিকভাবে অপমান করছে। জুলাই বিপ্লব ছিলো বৈষম্যহীন, স্বচ্ছ এবং গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গঠনের এক ঐতিহাসিক মাইলফলক। সেখানে শিক্ষার্থীরা রক্ত দিয়েছিলো, আন্দোলন করেছিলো, যাতে কোনো ধরনের অবিচার ও বৈষম্য বিশ্ববিদ্যালয়ে না থাকে। অথচ আজ প্রশাসন সেই চেতনাকে ভুলে গিয়ে বৈষম্যমূলক পোষ্য কোটাকে ফিরিয়ে আনছে, এটি শহীদদের প্রতি চরম অবমাননা।’
তিনি আরও বলেন, ‘পোষ্য কোটার পুনঃপ্রবর্তন শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এবং গণতান্ত্রিক ক্যাম্পাস সংস্কৃতির পরিপন্থী হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো উত্তরাধিকারভিত্তিক কোটার স্থান নেই। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়কে সমতা ও ন্যায়ভিত্তিক নীতিতে ফিরিয়ে আনা হোক।’
বিবৃতির শেষে ইকরামুল হাসান ফাহিম সকল শিক্ষার্থীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদপ্রার্থী হিসেবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা যে ন্যায়ের লড়াই শুরু করেছি তা শেষ পর্যন্ত চলবে। প্রশাসনের যেকোনো অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে আমি সর্বদা প্রস্তুত।’
আরও পড়ুন:








