রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গবি নির্বাচনে পরিবেশবান্ধব প্রচারণা; আলোচনায় জাহিদ হাসান

গবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৩

শেয়ার

গবি নির্বাচনে পরিবেশবান্ধব প্রচারণা; আলোচনায় জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরগরম হয়ে উঠেছে সাভারের আশুলিয়ায় অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের চতুর্থ কার্যনির্বাহী পরিষদের ভোটগ্রহণ। ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ, প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়।

ইতোমধ্যেই সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মো. জাহিদ হাসান সবার নজর কেড়েছেন অভিনব প্রচারণার মাধ্যমে। তিনি হ্যান্ডবিলের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন গাছের বীজ। যা কেবল ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে না, বরং পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। জাহিদ হাসানের ব্যালট নম্বর ১৪।

তার লিফলেটে লেখা আছে, এই লিফলেটে বীজ আছে, দয়া করে ভিজে মাটিতে ফেলবেন। আমি (এজিএস) হই আর না হই, এই বীজ থেকে অন্তত একটা গাছ হোক। যেটা ছায়া দেবে, অক্সিজেন দেবে, যেটা বলবে একজন শিক্ষার্থী একদিন স্বপ্ন দেখেছিলো পরিবর্তনের।

তার ভাষ্যে, সাধারণ হ্যান্ডবিল পড়ার পর তা বর্জ্যে পরিণত হয়। কিন্তু বীজসংবলিত হ্যান্ডবিল ফেলে না দিয়ে শিক্ষার্থীরা তা রোপণ করতে পারবেন, যা ভবিষ্যতে ফলপ্রসূ হবে। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমার এই ছোট্ট উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ভাবনায় অনুপ্রাণিত করবে। একইসাথে নির্বাচন মানেই যত্রতত্র একগাদা হ্যান্ডবিল ও পোস্টারের কারণে সৃষ্টি হয় এক অসুন্দর পরিবেশ। কিন্তু আমি এসেছি দুচোখ ভরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেটাই জানান দেবে আমার প্রচারণার বীজ থেকে অঙ্কুরিত এক একটি চারা।”

জাহিদ হাসানের এই প্রচারণা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে তার উদ্যোগকে স্মার্ট ক্যাম্পেইন হিসেবে উল্লেখ করছেন অনেকে।

পরিবেশবান্ধব এই অভিনব প্রচারণা গবি ক্যাম্পাসের নির্বাচনি উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।



banner close
banner close