মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে: ড. বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৬

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৪

শেয়ার

বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে: ড. বদিউল আলম মজুমদার
বাংলা এডিশন

৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান . বদিউল আলম মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে . বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। সেই প্রেক্ষাপটে মেহেরপুরকে দেশের এক নম্বর জেলায় পরিণত করতে চাই।তিনি আরও বলেন, “মেহেরপুরের স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন অর্থ-সামাজিক উন্নয়নকে সারাদেশের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা উচিত।

তিনি গাংনী উপজেলায় ইতোমধ্যে যে উন্নয়ন হয়েছে, তার প্রশংসা করে বলেন, এই উন্নয়নের ছাপ গোটা মেহেরপুর জেলাতেই দেখতে চাই।

. বদিউল আলম মজুমদার আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের শ্রম প্রচেষ্টায় একদিন মেহেরপুর উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে। তিনি বলেন, সরকারি সব কর্মকর্তা এই উন্নয়নে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতায় হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা সম্ভব হয়েছে। গত দুই সপ্তাহে কয়েকজন ডাক্তারও হাসপাতালে যোগ দিয়েছেন। হাসপাতালের সার্বিক উন্নয়নে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব . মোহাম্মদ মোখলেসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

এছাড়াও জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



banner close
banner close