মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

হিজাব বিরোধী ও সমকামীরা কেউ আমাকে ভোট দিবেন না: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৭

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

হিজাব বিরোধী ও সমকামীরা কেউ আমাকে ভোট দিবেন না: ফাহিম ফারুকী
ছবি: বাংলা এডিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদপ্রার্থী, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সামাজিক মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, 'হিজাব বিরোধী এবং সমকামীদের সমর্থক এমন কেউ আমাকে ভোট দিবেন না প্লিজ।'

ফাহিম ফারুকী বলেন, রাকসুর নির্বাচনে তার লড়াই কেবল একটি পদের জন্য নয়, বরং একটি মূল্যবোধের লড়াই। তিনি আরও জানান, তিনি এমন এক ছাত্ররাজনীতি গড়ে তুলতে চান যেখানে ইসলামী মূল্যবোধ, শালীনতা এবং সামাজিক নৈতিকতা রক্ষিত থাকবে।

এছাড়াও তিনি সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাকসুকে মুক্ত চিন্তা ও নৈতিক শিক্ষার মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, ফাহিম ফারুকীর এই বক্তব্য নির্বাচনী প্রচারণায় স্পষ্ট বিভাজন তৈরি করতে পারে এবং মূল্যবোধকেন্দ্রিক ভোটারদের আকৃষ্ট করতে পারে।



banner close
banner close