সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচনে ১০ প্যানেল

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৪

শেয়ার

চাকসু নির্বাচনে ১০ প্যানেল
বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) হল সংসদ নির্বাচনে ১০ টি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্যানেলগুলো ঘোষণা করা হয়।

ছাত্রদল প্যানেল:

ছাত্রদল স্ব-নামে নিজেদের প্যানেল ঘোষণা করে। ঘোষিত।প্যানেলের শীর্ষ সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শাফায়াত যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান তৌফিক দল থেকে মনোনীত হয়েছেন।

সম্প্রীতির শিক্ষার্থী জোট:

ইসলামী ছাত্রশিবিরসম্প্রীতির শিক্ষার্থী জোটনামে প্যানেল ঘোষণা করে। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ইব্রাহিম হোসেন রনি নির্বাচন করবেন। প্যানেলের অন্য গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাঈদ বিন হাবিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন সাজ্জাদ হোসেন মোন্না।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন:

সাবেক সমন্বয়কদের সমন্বয়ে ঘোষিত হয় 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলননামে পূর্ণাঙ্গ প্যানেল। প্যানেলের তিন শীর্ষ পদে রয়েছেন ভিপি প্রার্থী: মাহফুজুর রহমান, জিএস প্রার্থী: রশিদ দিনার এজিএস প্রার্থী: জান্নাতুল ফেরদৌস।

সচেতন শিক্ষার্থী সংসদ:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসচেতন শিক্ষার্থী সংসদনামে ২৬ সদস্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। শীর্ষ তিন পদে রয়েছেন ভিপি প্রার্থী: আব্দুর রহমান রবিন, জিএস পদে মোহাম্মদ আব্দুর রহমান এবং এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব নির্বাচনে অংশ নিবেন।

বৈচিত্রের ঐক্য

বাম সংগঠনগুলোর নেতৃত্বে বৈচিত্রের ঐক্যনামে প্যানেল দেওয়া হয়। শীর্ষ পদগুলোতে রয়েছে ভিপি পদে ধ্রুব বড়ুয়া, জিএস পদে সুদর্শন চাকমা এবং

এজিএস পদে জাকিরুল ইসলাম জসিম (জশদ জাকির) মনোনীত হয়েছেন।

স্বতন্ত্র শিক্ষার্থী জোট:

স্যাড ছাত্র ফেডারেশন সমর্থিতস্বতন্ত্র শিক্ষার্থী জোটনামে প্যানেল হয়। ঘোষিত প্যানেলে ভিপি পদে আবির বিন জাবেদ, জিএস পদে চৌধুরী তাসনিম জাহান শ্রাবন, এজিএস পদে পলাশ দে নির্বাচন করবেন।

দ্রোহ পর্ষদ :

ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে গঠিত যৌথ প্যানেলের নামকরণ করা হয়দ্রোহ পর্ষদ এই প্যানেলে নির্বাচন করবেন ভিপি পদে ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে ইফাজ উদ্দিন ইমু এজিএস পদে জোনায়েদ কবির শায়র।

সার্বভৌম শিক্ষার্থী ঐক্য :

অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়েসার্বভৌম শিক্ষার্থী ঐক্যনামে প্যানেলে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী নির্বাচন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ অন্য দুই শীর্ষ পদ জিএস পদে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান নির্বাচন করবেন।

অহিংস শিক্ষার্থী ঐক্য:

সুফিবাদী আদর্শে বিশ্বাসীদের সমন্বয়েঅহিংস শিক্ষার্থী ঐক্যনামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ নির্বাচন অংশ নিবেন।

চাকসু ফর ্যাপিড চেঞ্জ:

ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র মজলিস সমর্থিতচাকসু ফর ্যাপিড চেঞ্জনামে প্যানেল ঘোষণা করা হবে শীঘ্রই। প্যানেলে শীর্ষ তিন পদের প্রার্থী হলেন ভিপি পদে তামজিদ উদ্দিন, জিএস পদে সাকিব মাহমুদ রুমি এবং এজিএস পদে রোমান রহমান নির্বাচনে অংশ নিবেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।



banner close
banner close