রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসু নির্বাচনের আগমুহূর্তে প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা চরমে। আজ বৃহস্পতিবার এক জরুরি প্রেস বিবৃতিতে রাকসু নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদপ্রার্থী (স্বতন্ত্র) ফাহিম ফারুকী প্রশাসনের সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং পোষ্য কোটার ইস্যু মীমাংসিত ঘোষণা করেন।
ফাহিম ফারুকী বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের ন্যায্য অধিকারকে উপহাস করার শামিল। এটি রাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের অংশ। আমরা স্পষ্ট করে জানাতে চাই – পোষ্য কোটার কোনো স্থান জুলাই-পরবর্তী বাংলাদেশে নেই। এই ইস্যু মীমাংসিত। প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হচ্ছে – পোষ্য কোটা অবিলম্বে বাতিল করে শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।'
তিনি আরও বলেন, 'রাকসুকে পিছিয়ে দেওয়ার যে কোনো নীলনকশা আমরা শিক্ষার্থীরা রুখে দেব। প্রশাসন যদি শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান না দেখায় তবে প্রশাসনিক ভবনের সামনে গণআন্দোলনের মাধ্যমে এর মোক্ষম জবাব দেওয়া হবে।'
ফাহিম ফারুকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রশাসনের এই প্রহসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে নীরব থাকা হবে না।
শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী লিখেছেন, 'পোষ্য কোটার যুগ শেষ, জুলাই পরবর্তী বাংলাদেশে এর কোনো স্থান নেই।'
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফাহিম ফারুকীর এই দৃঢ় অবস্থান ও ইস্যু মীমাংসিত ঘোষণার মধ্য দিয়ে রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পাবে।
আরও পড়ুন:








