দীর্ঘ সাত বছর পর সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসের ক্লাসরুম, করিডোর, বিভাগ ও বাদামতলায় ছুটে বেড়াচ্ছেন তারা। লিফলেট বিতরণ, সরাসরি মতবিনিময় ও ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই এখন তাদের প্রধান কাজ।
প্রার্থীরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আশ্বাস দিচ্ছেন। শিক্ষার্থীদের পাশে থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অন্যদিকে শিক্ষার্থীরাও বলছেন, যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, প্রশাসনের সঙ্গে থেকে সমস্যা সমাধান করবেন এবং যাদের অতীতে খারাপ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তাদেরই আমরা নির্বাচিত করব।
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে। সর্বশেষ ২০১৮ সালে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল গকসুর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ। তবে মেয়াদ চলাকালে প্রায় আট মাস সংসদের কার্যক্রম স্থগিত রাখে প্রশাসন। পরে ১৯ মাস পর শপথ নিলেও ২০২০ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কমিটি বাতিল করে দেয়।
এরপর দীর্ঘ সময় স্থবির ছিল গকসুর কার্যক্রম। প্রায় সাত বছর পর চতুর্থবারের মতো নির্বাচনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বর্তমানে নির্বাচনী উত্তাপে সরব ক্যাম্পাস। ক্লাসরুম, করিডোর, লাইব্রেরি, লাঞ্চ ব্রেক কিংবা চায়ের আড্ডা—সবখানেই এখন আলোচনার মূল বিষয়, কে আসছে গকসুর নতুন নেতৃত্বে?
আরও পড়ুন:








