সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা আগামীকাল

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৭

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩০

শেয়ার

চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা আগামীকাল
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামীকাল প্যানেল ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণভ্যুত্থানোত্তর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বহুল আকাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করবে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া কেন্দ্রীয় সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চাকসু নির্বাচনে অংশ নিতে বিভিন্ন ছাত্রসংগঠন আগামীকাল তাদের প্যানেল ঘোষণা করতে পারে। আগামীকাল চবি ছাত্রশিবিরও চাকসু নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। এছাড়া ক্যাম্পাসে ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনগুলো জোট করে প্যানেল ঘোষণা করতে পারে। তবে চাকসু নির্বাচনে অংশ নিবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে চাকসু নির্বাচনে সংগঠনটির কোনো প্যানেল থাকছে না।



banner close
banner close