সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

গকসু নির্বাচন: বিস্কুট-পানীয় বিতরণের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৬

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৯

শেয়ার

গকসু নির্বাচন: বিস্কুট-পানীয় বিতরণের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
ফাইল ছবি

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন।

নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ) তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো রূপ ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটার গণকে কোনো রূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করিতে পারিবেন না।

অভিযুক্ত আফসানা মিমি বলেন, "আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমননা। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গেছিলাম যেখানে অনেক পূর্ব পরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খাইতে চাওয়ার কারণে এই ব্যবস্থা।"

বিভিন্ন সময়ে ছাত্রাবাস গুলাতেও ভোটারদের খাওয়ানো হচ্ছে এই প্রসঙ্গে তিনি বাকিদের প্রার্থীদের বিষয়ে অভিযোগ করতে গিয়ে বলেন, "মেসে গেলে তো ওটা (খাওয়ানো) করাই লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।"

এবিষয়ে রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, "ইতিমধ্যে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ পদক্ষেপ নিবো।"



banner close
banner close