সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

পটুয়াখালীতে কারিগরি শিক্ষার্থীদের তিন দফা বিক্ষোভ ও কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩১

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৩

শেয়ার

পটুয়াখালীতে কারিগরি শিক্ষার্থীদের তিন দফা  বিক্ষোভ ও কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত ‘অসম ও অযৌক্তিক কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্র কর্তৃক বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন, পটুয়াখালী জেলা শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।এসময় বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পকারখানা, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ তাদের পেশাগত সমস্যা সমাধানের পরিবর্তে এক শ্রেণির ডিগ্রি প্রকৌশলী অযৌক্তিক দাবি তুলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সম্প্রতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা দেশের আইনের শাসন ও গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, সরকার যদি দ্রুত এসব সমস্যার সমাধান না করে তবে আন্দোলন আরও তীব্র করা হবে। দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীরা একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।



banner close
banner close