চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। মনোনয়নপত্র নেয়া যাবে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ধার্য করা হয় বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত।
বুধবার দুপুর একটায় এই তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ছিলো মঙ্গলবার। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছিলো বুধবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষদিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করে ১০৮৮ জন প্রার্থী।
মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ সময় নির্ধারণ করা হলেও অনেক প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। তাই নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সুবিধার্তে এই সময় বাড়িয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন নিতে পারবেন প্রার্থীরা। এবং আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।’
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।
আরও পড়ুন:








