জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর নেতারা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন শুরু হয়। বুধবার দুপুর পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনশনকারীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সাক্ষাৎ করেন। তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন হতে পারে এবং শিগগিরই বৃত্তি প্রদান শুরু হবে।’
তবে শিক্ষার্থীরা বলছেন, মৌখিক আশ্বাস ছাড়া এখনো কোনো লিখিত বা নির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি গুলো হলো:
১. সম্পূরক বৃত্তি কার্যকরের তারিখ ঘোষণা।
২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও স্বাস্থ্যকর খাবার, লাইব্রেরির সুযোগ বাড়ানো ও এসি সুবিধা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে।
আরও পড়ুন:








