মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৩

শেয়ার

জবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি
ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক সমিতির আয়োজিত এক আলোচনা সভা শেষে চেয়ার বসা নিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের গেটের পাশে এই ঘটনা ঘটে।সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল মাহমুদুল হাসানের অনুসারীরা জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রবিউল আউয়ালের কয়েকজন অনুসারী মাহমুদুল হাসানের কলার ধরে ধাক্কা দেন। উত্তপ্ত পরিস্থিতি কিছু সময়ের জন্য হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আসে।

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে এমন সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি বা গালিগালাজ করা কখনোই কাম্য নয়।

বিষয়ে যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, আমাকে মারধরের অভিযোগ সত্য নয়। ছোট ভাইদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হিমেল ভাই আরেফিন ভাই সমাধান করে দিয়েছেন।

রবিউল আউয়াল বলেন, আমি তখন খেতে গিয়েছিলাম। হয়তো আমার কিছু জুনিয়র উত্তেজনায় হাত তুলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিচ্ছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এটি বড় কোনো ঘটনা নয়। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, আমরা বসে সমাধান করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।



banner close
banner close