চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি হোস্টেল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। হোস্টেল সংসদ নির্বাচনের অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হলের পাশাপাশি ১টি হোস্টেল রয়েছে। যা শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল নামে পরিচিত।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল চবির মূূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগে অবস্থিত। যা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, "চাকসু নির্বাচনে ১৪টি হল সংসদের পাশাপাশি হোস্টেল সংসদেরও অনুমোদন দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। একইদিনে অনুষ্ঠিত হবে হোস্টেল সংসদ নির্বাচন।"
হোস্টেল ছাত্র সংসদের কার্যনির্বাহী কমিটিতে মোট ১২টি পদ রাখা হয়েছে তবে নির্বাচন হবে ১০টি পদে। ২ জন নির্বাহী সদস্য নিয়ে গঠিত কমিটিতে সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্যে ২ টি পদ রাখা হয়েছে।
আরও পড়ুন:








