আগামী ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুলিশ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে— ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভোটদানে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র প্রদর্শন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ।
প্রসঙ্গত, ২০১৮ সালের পর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:








