মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কলেজ শিক্ষকদের সিপিডি প্রশিক্ষণ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৩

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৩

শেয়ার

কলেজ শিক্ষকদের সিপিডি প্রশিক্ষণ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কলেজ শিক্ষকদের জন্য ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) শিরোনামে আয়োজিত ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিভুক্ত স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর স্তরে পাঠদানকারী কলেজের শিক্ষকদের জন্য জেলা পর্যায়ে সিপিডি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। এর আওতায় সেপ্টেম্বর মাসে কক্সবাজার জেলা ও পার্শ্ববর্তী জেলার কলেজশিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘ফেস টু ফেস’ মোডে প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে অনিবার্য পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরবর্তী সময়ে প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত হলে নতুন সময়সূচি উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রচার করা হবে।



banner close
banner close