বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচনে পেয়েছেন একটি ভোট, সেই ভোটারকেই বিয়ে করতে চান রাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৩

শেয়ার

ডাকসু নির্বাচনে পেয়েছেন একটি ভোট, সেই ভোটারকেই বিয়ে করতে চান রাকিব
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজের ভোটও নিজেকে দেননি রাকিবুল হাসান। পুরো নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন, সেটিও এসেছে রোকেয়া হল থেকে। আর সেই নারী ভোটারকেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাকিবুল হাসান তার ফেসবুকে এক পোস্টে লেখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিসে (দিয়েছে)।

তিনি আরও লেখেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিসেন তিনি যদি আমার বন্ধুবতালিকায় থাকেন দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!

ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকে রোকেয়া হলের সেই রহস্যময় ভোটারকে খুঁজে বেড়াচ্ছেন রাকিব।



banner close
banner close