জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস ও লেগুনা স্ট্যান্ড, ফুটপাতের দোকান উচ্ছেদ করে নিরাপদ ও শিক্ষা-উপযোগী পরিবেশ গড়তে কার্যকর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
রবিবার জবিশিস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, চলাচলের ঝুঁকি কমাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর জবি-র এক ছাত্রী বাসের চাপায় গুরুতর আহত হওয়ার পর আন্দোলনের মুখে জরুরি বৈঠকে রায়সাহেব বাজার মোড় থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, অবৈধ স্ট্যান্ড সরিয়ে নিলে যানজট, দূষণ ও অপরাধ কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। এ উদ্যোগ কেবল জবির নয়, বরং স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন:








