বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও মঞ্চ ২৪ এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩১

শেয়ার

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও মঞ্চ ২৪ এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম।

রবিবার তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

ফাহিম তার ইশতেহারে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো “ডিজিটাল ক্রিয়েটরস হাব” চালুর ঘোষণা দেন। তিনি জানান, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইউটিউবার ও পডকাস্টারদের জন্য বিশেষ কোর্স ও ওয়ার্কশপ আয়োজন করা হবে। এছাড়া ভিডিও এডিটিং, ব্লগিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ও ক্রিয়েটিভ রাইটিং শেখার সুযোগ করে দেওয়া হবে।

তার ইশতেহারে আরও উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি **ডিজিটাল মিডিয়া পোর্টাল ও RU Info App চালু করা হবে, যা শিক্ষার্থীদের কাছে অফিসিয়াল খবর, নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেবে। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে আলাদা ব্লগিং প্ল্যাটফর্ম এবং চালু করা হবে “RU ব্লগার অ্যাওয়ার্ড”

এছাড়া সাংবাদিকতা, ফটোগ্রাফি, ডিজিটাল ডিজাইন, নিউজ রাইটিং ও পাবলিকেশন্স বিষয়ে মিডিয়া ট্রেনিং ওয়ার্কশপের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্যাম্পাসে ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে গড়ে তোলা হবে "ফ্যাক্ট-চেকিং সেল"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস ডিজিটাল আকারে সংরক্ষণ করতে “RU Heritage Archive” তৈরির পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে। শিক্ষার্থীদের লেখা আন্তর্জাতিক ব্লগ ও জার্নালে প্রকাশে সহায়তা করতে আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের ঘোষণা দেন তিনি।

ফাহিম বলেন, আমি বিশ্বাস করি, মেধাবীদের সৃজনশীলতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে গতিশীল মিডিয়া এবং সময়োপযোগী প্রকাশনীর কোনো বিকল্প নেই। নির্বাচিত হলে আমি শিক্ষার্থীদের জন্য সৃজনশীল ও আধুনিক মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

তিনি শিক্ষার্থীদের কাছে মূল্যবান রায় ও সহযোগিতা কামনা করেছেন এবং নির্বাচিত হলে দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন



banner close
banner close