সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচন: রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায়ের আহ্বান শিবির সভাপতির

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৮

শেয়ার

জাকসু নির্বাচন: রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায়ের আহ্বান শিবির সভাপতির
শিবির সভাপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের বিজয় হয়েছে। বিজয়ে আনন্দ মিছিল না করে রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আহ্বান জানান জাহিদুল। ওই বার্তায় জাহিদুল বলেন, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।

এতে আরও বলা হয়, কারো প্রতি আমাদের কোন অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।

এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে হল কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার কিছু পর থেকে ভোট গণনা শুরু হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়।

এতে ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছে। এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।



banner close
banner close