সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৬

শেয়ার

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য . রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি ঘোষণা দেন।

. রেজওয়ানা করিম স্নিগ্ধা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন। এর আগে শুক্রবার রাতে কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।

অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগের সময় বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, এই নির্বাচনে তা ছিল না। গতকাল থেকেই পদত্যাগ না করার জন্য আমার ওপর চাপ ছিল। তবু আমি পদত্যাগ করছি।

এদিকে শনিবার দুপুর সোয়া ২টার দিকে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে জন এবং জিএস পদে জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্রীদের ১০টি হলে ১৫০ পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬৭ জন। ফলে মাত্র ২৪টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া ২১টি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



banner close
banner close