সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচন: শেষ হলো ভোট গণনা, সন্ধ্যায় ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৯

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৬

শেয়ার

জাকসু নির্বাচন: শেষ হলো ভোট গণনা, সন্ধ্যায় ফলাফল
জাকসু নির্বাচন

ভোট গ্রহণের পর ৪৫ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের সবকটিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভোট গণনার মধ্য দিয়ে শেষ হয় ভোটের গণনা পর্ব। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ফলাফল প্রকাশ করা হবে বিকেল সারে চারটার পর।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক . কে এম রাশেদুল আলম বলেন, ৩৩ বছর পর নির্বাচন হওয়ায় কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য সময় বেশি লাগছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৩৩ বছরে আমরা জাকসু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। নির্বাচনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে, সেজন্য প্রত্যেকটি ব্যালট সুন্দর করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর তথ্য বিশ্লেষণ করে মূল রেজাল্ট শিটের ফলাফল তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে।

গত বৃহস্পতিবার জাকসু হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।

সেদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। পরে আবার ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে গণনার কাজে পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়ে ঢাকা জাহাঙ্গীরনগরমোট ২টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো। সামনে রাকসু চাকসু নির্বাচনও রয়েছে।



banner close
banner close